নিউজিল্যান্ডে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ

চার উইকেট হাতে রেখে ৭৩ রানের লিড নিয়ে ম্যাচের চতুর্থ দিন (মঙ্গলবার) শুরু করা বাংলাদেশ দল জমা করেছে আরও ৫৭ রান। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসের ৩২৮ রানে গুটিয়ে দিয়ে মুমিনুল হকদের ইনিংস থামে ৪৫৮ রানে। এতে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে আগের তিন দিন দাপট দেখানো বাংলাদেশ দলের লক্ষ্য ছিল লিডটাকে ১৪০-১৫০ এ নেওয়া। দলকে সে লক্ষ্যের দিকে নিয়ে গেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ এবং ইয়াসির আলি রাব্বি। মিরাজের দাপুটে ব্যাটিংয়ে ১৩০ রানের লিড টাইগারদের। কোনো অঘটন না ঘটলে বলা যেতে পারে, এই টেস্টের নাটাই সফরকারীদের হাতে।

শেষ ১৩ রানে বাকি ৪ উইকেট না হারালে লিডটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। লেজের দিকে ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ৪৫৮ রানেই থামতে হয় বাংলাদেশ দলকে।

ইয়াসির ১১ এবং মিরাজ ২০ রান নিয়ে দিন শুরু করেন। তবে শুরুতেই ফিরতে পারতেন মিরাজ। দিনের ১৪তম বলে স্পিনার রাচিন রবীন্দ্রকে সুইপ করত গেলে ব্যাট-বলের টাইমিং করতে পারেননি। নিউজিল্যান্ডের আবেদনে আম্পায়ার ক্রিস ব্রাউন আঙুল তোলেন। মিরাজ সতীর্থ ইয়াসিরের সঙ্গে কথা বলে রিভিউ নেন। এ যাত্রায় বেঁচে যান তিনি।

বিপদ হয়েছিল পরের ওভারেও। এবার পেসার নেইল ওয়াগনারের ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ মিরাজ। সঙ্গে সঙ্গে রিভিউ নেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। রিভিউতে দেখা যায়, বল তার প্যাডে আঘাতের আগে ব্যাটে আঘাত করে। দুবার বেঁচে যাওয়া মিরাজ পরে বিদায় নেন ফিফটির কাছে গিয়ে বাজে শট খেলে।

অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান আগে টিম সাউদির শিকার হন তিনি। এতে সপ্তম উইকেট জুটিতে ইয়াসির-মিরাজ ৭৫ রানে পার্টনারশিপ ভাঙে। পরে ইয়াসির ২৬ রান করে আউট হলে তাসকিন আহমেদ (৫), শরিফুল ইসলামও (৭) দ্রুত বিদায় নেন।

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024