ইয়েমেনে হামলায় জাতিসংঘের নিন্দা

ইয়েমেনের কারাগারে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলার তদন্ত চেয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার ইয়েমেনের সাদ শহরের বিমান হামলা চালায় সৌদি আরব। এ হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হন। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, হামলায় হতাহত ২০০ বেশি। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত সংখ্যা আরও বাড়তে পারে।

 দুই পক্ষের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে, তা অবশ্যই কমাতে করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ ছাড়া সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী ও হুতিদের মধ্যে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও।

মূলত সাদা শহরকে বিদ্রোহী হুতিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ধরা হয়। এই হুতিদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। এ যুদ্ধের কারণে দেশটিতে অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। 

হামলার বিষয়ে বিবিসির আরো বলছে, হামলার কয়েক ঘণ্টা পর সেখানে উদ্ধারকাজ শুরু হয়। আশা করা হচ্ছে , সেখানে চাপা পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত কয়জন মারা গেছেন, তা স্পষ্ট নয়।

এদিকে হামলার পর হুতিদের দাবি , কারাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। তবে সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন, এ বক্তব্য অসত্য। 


Share this news on: