ফের আবুধাবিতে হুতিদের ব্যালিস্টিক হামলা

সংযুক্ত আরব আমিরাতে মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও হামলা হয়েছে। দেশটির রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।তবে সেগুলো ধ্বংস করার দাবি করেছে তেলসমৃদ্ধ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় এ তথ্য জানায়।

টুইটে বলা হয়েছে, 'আজ আরব আমিরাত কে লক্ষ করে হুতি সন্ত্রাসীদের ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দিয়েছে।'

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম'র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, যেকোনো হুমকি মোকাবিলায় পারস্য উপসাগরীয় দেশটি প্রস্তুত আছে। সব ধরনের হামলা থেকে দেশকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে, গত ১৭ জানুয়ারি আবুধাবিতে ড্রোন হামলা চালায় হুতিরা। ঐ হামলায় একটি তেলের ডিপো ও আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিতাংশে আগুন লাগে। এতে ২ ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিক নিহত হন। আহত হন আরও ৬ জন।

এরপর, দেশটির সরকার দেশে ব্যক্তিগত ড্রোন উড়ানো ও হালকা উড়োজাহাজ চালানোর ওপর এক মাসের নিষেধাজ্ঞা দেয়। 

সুত্র : দা ডেইলি স্টার 

Share this news on: