ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজান উপলেক্ষ্যে আজ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম ধাপে ২০ থেকে ২৯শে মার্চ এবং দ্বিতীয় ধাপে ৩ থেকে ১০ই এপ্রিল পর্যন্ত দেয়া হবে এসব পণ্য।

এরইমধ্যে তালিকা করে স্বল্প আয়ের প্রায় এক কোটি পরিবারকে দেয়া হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড।

রবিবার থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এবার প্রথম দফায় কার্ডধারীরা পাবেন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। দাম কম থাকায় পণ্যের তালিকায় থাকছে না পেঁয়াজ। দ্বিতীয় ধাপে এসব পণ্যের সাথে দুই কেজি করে ছোলা যুক্ত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসছে রমজানকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী ঢাকা ও বরিশাল সিটি ছাড়া দেশের সব জায়গায় এ কার্যক্রম পরিচালনা করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা টিসিবি।

Share this news on: