জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আগস্ট মাস থেকে নিত্যপণ্যের দাম চড়া। সরকারি সংস্থাগুলোর অভিযানে মাঝে ডিম চালসহ কিছু পণ্যের দাম কমলেও গেল কয়েকদিনের বৃষ্টির পর এখন ফের চড়া সবজির বাজার।
শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, পেঁপে ৩০, ঢ্যাঁড়শ-পটল ৫০, চিচিঙ্গা-কাঁকরোল-উস্তা-ঝিঙা ৬০, আর বরবটি-বেগুন ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর টমেটো-গাজর ১২০ টাকা কেজি।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম। এজন্য পাইকারি বাজার থেকে মোটামুটি সব সবজি বেশি দামে কিনতে হয়েছে। আর তাই শনিবার সকালে বেশি দামে সবজি বিক্রি করছেন তারা।
শুধু সবজি নয়, বেড়েছে চালের দামও। মোটা-সরু সব চালের দামই বেড়েছে কেজিতে ২-৩ টাকা।