রাজধানীতে রেড অ্যালার্ট: মোড়ে মোড়ে চেকপোস্ট

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্য ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে। তাদের ধরতে ডিবির ৫০টি থানা ও কাউন্টার টেরোরিজমের সবাই কাজ করছেন। রাজধানীজুড়ে বসানো হয়েছে চেকপোস্ট।

রোববার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এ কথা জানান।

তিনি বলেন, জেএমবি সদস্যরা পালিয়ে যাবার ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার পর সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Share this news on: