বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে

মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরির সুবাদে রেকর্ডগড়া সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এই রান তাড়া করা আইরিশদের জন্য ছিল অসম্ভব প্রায়। ফলে টাইগারদের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার সুযোগ ছিল। কিন্তু সেটা আর হলো ন। বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড মধ্যকার দ্বিতীয় ওয়ানডে।

বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পরপরই শুরু হয় বৃষ্টি। সময় যতই গড়িয়েছে বৃষ্টির হার ততই বেড়েছে।প্রায় দেড় ঘণ্টা পরে বৃষ্টি থামলে ২০ ওভারে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরক্ষণে আবারও বৃষ্টি হানা দিলে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। টস হেরে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলতে থাকেন দুই ওপেনার। কিন্তু প্রথম পাওয়ার প্লের শেষ বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে করেন ২৩ রান।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দুর্দান্ত খেলেন আরেক ওপেনার লিটন দাস। এ সময় শান্তকে ৯৬ বলে গড়েন ১০১ রানের জুটি। ফিফটি তুলে নেন লিটন। আপনতালেই খেলছিলেন তিনি। কিন্তু কুর্তিস ক্যাম্ফেরের বলে ফিরলেন ব্যক্তিগত ৭০ রানে ফেরেন লিটন। সাকিবের ব্যাট থেকে আসে ১৭ রান। আর ফিফটি পূরণের পর ৭৩ রানে থামেন শান্ত।

এদিকে পঞ্চম উইকেট জুটিতে উদীয়মান তারকা তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে আইরিশ বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। মাত্র ৭৮ বলে দুজন মিলে তুলেছেন ১২৮ রান। তাতেই রানের পাহাড় গড়ে বাংলাদেশ। মাত্র ৩৩ বলে ৪৯ রান করেন হৃদয়। ইয়াসির রাব্বি করেন ৭ রান।

এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান মুশফিকুর রহিম। মাত্র ৬০ বলে তুলে নেন সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। দুর্দান্ত এই ইনিংসটি ১৪টি চার ও দুটি ছয়ে সাজানো।

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় : দুই তারকা ক্রিকেটারসহ অনুপস্থিত পাঁচ Apr 20, 2024
img
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি Apr 20, 2024
img
লেবুপানি খাবেন যে কারণে Apr 20, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে একজনের মৃত্যু Apr 20, 2024
img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024