সিভিল সার্জন অফিসে ভিন্ন রংয়ের জাতীয় পতাকা

রংপুরের সিভিল সার্জন অফিসে দেখা মিলেছে টিয়া আর কমলা বর্নের জাতীয় পতাকা। 

জাতীয় পতাকা আইন ১৯৭২ অনুসারে পতাকার রং হবে গাড় সবুজ আর লাল কিন্তু স্বাধীনতার এই মাসে পতাকার এমন দশায় শঙ্কিত অনেকেই।

এবিষয়ে সিভিল সার্জন অফিসের ডেপুটি কমিশনার নুরুল আমিন বিষয়টি স্বীকার করে বলেছেন আমরা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করছি।


পতাকার রং পরিবর্তনের ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা বলে দায়ি করছে জনসাধারণ 


গণমাধ্যম কর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘরি করে পুরোনো পতাকা বদলিয়ে নতুন পতাকা উত্তোলন করেছে সিভিল সার্জন অফিস।কিন্তু সরকারি অফিসে জাতীয় পতাকার এই অবহেলা দেখার দায়িত্ব কী গণমাধ্যমের?নাকি দায়িত্বশীলদের অবহেলার কারণে বারবার ঘটছে এমন ঘটনা।

নতুন পতাকার স্থানে পুরোনো পতাকা ভুলক্রমে দেয়া হয়েছে বলে জানালেন সিভিল সার্জন জাহাঙ্গীর কবির।

Share this news on: