৪১ বলে ৮৩ রানে ফিরলেন লিটন

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ব্যাট করতে নেমে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন লিটন। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৪১ বলে ৮৩ রানে ফিরলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান।

এখন ২১৭রানে সাকিব ও ৮ রানে হৃদয় অপরাজিত রয়েছেন।

সাগরিকায় ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা পল স্টার্লিং। এরপর শুরু হয় বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় অতিবাহিত হওয়ার পর বৃষ্টি থামলে ১৯ ওভারে খেলার সিদ্ধান্ত হয়। কিন্তু আবারও বৃষ্টি নামলে পরবর্তীতে ১৭ ওভারে খেলার সিদ্ধান্ত হয়।

ব্যাট করতে নেমে বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার। মাত্র ১৮ বলে ফিফটি করে রেকর্ড গড়েন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের এটি। এর আগে ২০ বলে পঞ্চাশ রান তুলেছিলেন আশরাফুল।

এদিকে ওপেনিং জুটিতে মাত্র ৫৬ বলে দুজনে তোলেন ১২৪ রান। এটিই ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান। লিটনের দেখানো পথেই ছিলেন রনি। কিন্তু ফিরে যান ব্যক্তিগত ৪৪ রানে। ২৩ বলে খেলা ইনিংসটি তিনটি চার ও দুটি ছয়ে সাজানো।

লিটন এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু আইরিশ স্পিনার বেন হোয়াইটের করা বলে কটবিহাইন্ড হন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ৮৩ রান। মাত্র ৪১ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

Share this news on: