বিদেশি পিস্তল ও ককটেলসহ ডাকাত সর্দার গ্রেফতার

রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ডাকাত সর্দার উজ্জ্বল হোসেন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিনটি ককটেলসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (০৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার বাশেরপুল এলাকা থেকে ডাকাতির জন্য টার্গেটকৃত বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০৩। এ বিষয়ে মঙ্গলবার (০৯ মে) সকালে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

Share this news on: