হঠাৎ রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিক্ষোভ মিছিল

রাজধানীতে হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ ৪ আগস্ট জামায়াত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেস করতে চেয়েছিল কিন্তু তাদের সেটি করতে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। যার প্রতিবাদে বাদ জুমা মতিঝিলে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামাতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ। 

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছিল যার কারনে রাস্তায় হাটু সমান পানি জমে যায়। হাটু পানি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করে জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়া সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ সহ আর অনেকে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন নুরুল ইসলাম বুলবুল। জামাতের আমির সহ যেসব নেতাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবি করে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোদের কথাও বলেন তিনি। এছাড়া তিনি আরো বলেন অন্যান্য রাজনৈতিক দল সমাবেশ করতে পারলেও আমরা করতে পারিনা। 

সর্বশেষে শফিকুল ইসলাম মাসুদ সংক্ষিপ্ত বক্তব্য রেখে বিক্ষোভ মিছিলের সমাপ্তি করে। বিক্ষোভ মিছিলে মহানগর দক্ষিণের বিভিন্ন থানার জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া মিরপুর ১ এ জামাতের মহানগরী উত্তরের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল হয়েছে। 

Share this news on:

সর্বশেষ