রংপুরে ইয়াবা মাদকের চেয়েও ভয়ংকর মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ বাদশা আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হারাগাছের চিলমন পূর্ব পাড়া এলাকার তার বাড়ির গোয়ালঘর থেকে নিষিদ্ধ ৫০০ পিস মাদক ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়,উদ্ধার মাদকের বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা আর প্রতিপিস ট্যবলেট বিক্রি হতো ৪০০ টাকায়।এই মাদক ইয়াবার থেকেও ভয়ংকর।তার সহোযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞেস্যাবাদে গ্রেফতার বাদশা আলম পুলিশকে জানায়, ভারত থেকে এসব ট্যাবলেট তার সহোযোগিদের মাধ্যমে দেশে নিয়ে এসে বিক্রি করতো।