চট্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে চার কোটি টাকার প্রতারণা মামলা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদের বিরুদ্ধে চার কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে রোববার সরওয়ার মোর্শেদ নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম নুর মোহাম্মদ। তিনি হাটহাজারীর বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ জানান, বাদী ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের করা চার কোটি টাকার প্রতারণা মামলা আদালত গ্রহণ করেছে এবং আদালত অভিযুক্ত নুর মোহাম্মদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

তিনি আরও জানান, ব্যবসায়ী সরওয়ার মোর্শেদ ও নুর মোহাম্মদ বিভিন্ন সময় ব্যক্তিগত এবং যৌথ ব্যবসায়িক কারণে মোর্শেদের কাছ থেকে চার কোটি টাকা নেন। কিন্তু নানান অজুহাতে তিনি টাকা নিয়ে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে মোর্শেদকে একটি চেক দেয় যা ডিজঅনার হয়ে যায়। তারপর নানা অজুহাত শুরু করে। টাকা ফেরত না পেয়ে সরওয়ার মোর্শেদ এই মামলাটি করেছেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: