সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা

চলমান এশিয়া কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। রোববার (১৭ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের অগ্নিঝরা বোলিংয়ে বীভৎস শুরু পায় লঙ্কানরা। এদিন ভারতের এই পেসার যেন লঙ্কানদের জন্য অতিমানবীয় হয়ে দাঁড়িয়েছিল। সিরাজের ৬ উইকেটে ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে তাদের। এশিয়া কাপের অষ্টম শিরোপা জয়ের জন্য ভারতের প্রয়োজন ৫১ রান।

ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়ে এশিয়া কাপে সর্বনিম্ন স্কোরের মালিক এখন শ্রীলঙ্কা। লজ্জাজনক এই রেকর্ডটি আগে বাংলাদেশের দখলে ছিল। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। 

Share this news on:

সর্বশেষ