আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও ১৫ উপকমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি এবং ১৫টি উপকমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব কমিটি গঠন করা হয়।

এদিন নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের সভাপতি শেখ হাসিনা।

এসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।

এরআগে গত ৯ নভেম্বর শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সে সময় কো-চেয়ারম্যান পদ শূন্য রাখা হয়েছিল। এর আট দিন পর সেই পদ পূরণের পাশাপাশি নির্বাচন পরিচালনায় ১৫টি উপকমিটি গঠন করা হলো।

উপকমিটিগুলো হলো— ইশতেহার প্রণয়ন উপকমিটি, নির্বাচন কমিশন সমন্বয়ে বিষয়ক উপকমিটি, দপ্তর ব্যবস্থাপনা উপকমিটি, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ে উপকমিটি কমিটি, লিয়াজোঁ উপকমিটি, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটি, প্রচার ও প্রকাশনা উপকমিটি, মিডিয়া উপকমিটি, পেশাজীবী সমন্বয় উপকমিটি, আইন বিষয়ক উপকমিটি, বিদেশি মিশন বা সংস্থা উপকমিটি, সাংস্কৃতিক সামাজিক ও ক্রিড়া উপকমিটি, অর্থ বিষয়ক উপকমিটি ও ধর্ম বিষয়ক উপকমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা।

Share this news on:

সর্বশেষ