জেসিয়াই ঢাকা আপটাউনের নারী স্বাস্থ্য সেবা মূলক উদ্যোগ, প্রজেক্ট কোমল ৪.০ গত সোমবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বনানী করাইল বস্তির, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় , নুরানী ইন্টেরিয়র লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই প্রকল্পটির নেতৃত্বে ছিলেন জেসিআই ঢাকা আপ টাউনে লোকাল প্রেসিডেন্ট ফয়জুন্নুর আখন রাসেল এবং নির্দেশনা দিয়েছেন মেন্টর ফজলে মুনিম সৈকত। এটির লক্ষ্য ছিল তরুণী এবং কিশোরীদের মধ্যে মাসিক সংক্রান্ত উদ্বেগগুলিকে মোকাবেলা করা, যা পরিচালনা করেন ঢাকা আপটাউনের জিএলসি সাদিয়া শাহনুর অরিন এবং ট্রেজারার ফাবলিহা মাহজাবিন প্রথম।
এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্যগুলি ছিল পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা এবং মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার, পুষ্টি নির্দেশিকা এবং নিজেদের শারীরিক যত্ন অনুশীলনের উপর শিক্ষা প্রদান করা।
দলটি সফলভাবে “সাথী” স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে এবং তথ্যমূলক সেশন পরিচালনা করেছে। এই সেশনে অংশ নিয়েছে ৮-১৬ বছর বয়সী ৩০+ জন কিশোরী এবং তাদের শিক্ষিকারা। উল্লেখ, “সাথী” স্যানিটারি ন্যাপকিন পুনরায় ব্যাবহারযোগ্য বিধায় এটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। প্রজেক্ট কোমলের মাধ্যমে অনেক কিশোরীর মাসিক বিষয়ক দুশ্চিন্তা বা আর্থিক সমস্যা সমাধানের প্রচেষ্টা করে হয়েছে।
জেসিয়াই ঢাকা আপটাউন এবং নুরানী ইন্টেরিয়র লিমিটেডের সমন্বিত প্রচেষ্টা প্রকল্পটির বাস্তবায়ন এবং ইতিবাচক প্রভাব নিশ্চিত করেছে। ভবিষ্যতেও প্রজেক্ট কোমল অন্যান্য অঞ্চলে আয়োজিত হবে সুবিধাবঞ্চিত নারীদের সহায়তা করার জন্য।