সাংবাদিকদের সংবাদ তৈরির কর্মকৌশলে মোবাইল ডিভাইস ব্যবহার গুরুত্বপূর্ণ। কারণ পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরিতে বর্তমানে এ মাধ্যমটির বিকল্প নেই। তাই সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় দক্ষ হওয়া বাঞ্চনীয় বলে মন্তব্য করেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) পিআইবির সেমিনার কক্ষে ``Advanced Multimedia Storytelling Training’’ শিরোনামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও জেসিআই এর ঢাকা ও বরিশাল শাখা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনের এ প্রশিক্ষণে সভাপ্রধানের বক্তৃতায় একথা বলেন তিনি।
অনুষ্ঠানে জাফর ওয়াজেদ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান।
প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও সহকারী অধ্যাপক আফতাব হোসেন মোবাইল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন বিষয়ে পূঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।