আনসার-ভিডিপিকে স্মার্ট করতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রতিটি সদস্যকে কাজ করতে হবে। তিনি বলেন, ‘স্মার্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’ গড়ে তুলতে ও বাহিনীর কার্যক্রম গতিশীল করতে নতুন ইউনিট গঠন, স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন স্তরে উচ্চতর গ্রেডের পদ সৃষ্টির করে এই বাহিনীকে সম্প্রসারণের করার কাজ চলমান।

শেখ হাসিনা বলেছেন, গ্রাম উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে সরকার। এ কাজে সহযোগিতা করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাই জননিরাপত্তা রক্ষায় যেকোনো অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে সরকারপ্রধান এসব কথা বলেন। গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share this news on:

সর্বশেষ