পদ্মা সেতুতে দুই বছরে ১৬৪৮ কোটি টাকা টোল আদায়

গত দুই বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা। প্রতিদিন গড়ে ২ কোটি ২৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এ সময় সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়েছে।

সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২-২৩ সালের তুলনায় ২০২৩-২৪ সালে পদ্মা সেতুতে যানবাহন চলাচল ও টোল আদায় উভয় বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু চালুর পর থেকে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে। এখন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালে যাওয়া যাচ্ছে তিন থেকে চার ঘণ্টায়। খুলনায় চার ঘণ্টায় পৌঁছে যাচ্ছে মানুষ। বহু কাঙ্ক্ষিত এ সেতু তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে নানা জটিলতার পর দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়। এই প্রকল্পের মূল দুই ঠিকাদার চীনের। পরামর্শক প্রতিষ্ঠান ছিল দক্ষিণ কোরিয়ার।

সেতুটি তৈরিতে ব্যবহৃত মালামালের ৯০ শতাংশই বিদেশ থেকে কেনা। অর্থ মন্ত্রণালয় যে টাকা বিনিয়োগ করেছে, এর বেশির ভাগই ঠিকাদার ও পরামর্শকদের বিল বাবদ ডলারে পরিশোধ করা হয়েছে। দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়া থেকে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২৩ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।

Share this news on:

সর্বশেষ

img
ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু Jan 19, 2025
img
আ.লীগ সরকারের ঘনিষ্ঠদের দখলে ছিল সাত বিশ্ববিদ্যালয় Jan 19, 2025
মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান তারেক রহমানের Jan 19, 2025
কটাক্ষের জবাব দিলেন নারী উদ্যোক্তা তনি Jan 19, 2025
বন্দি তালিকা জটিলতায় থমকে গেল গাজায় যুদ্ধবিরতি Jan 19, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে ভাইরাল সেই প্রতিবেদনের ব্যাপারে নতুন তথ্য Jan 19, 2025
img
বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলা, ২ শতাধিক আসামির জামিন Jan 19, 2025
বিপিএলে ম্যাচ প্রতি প্রায় আড়াই লাখ টাকা পাচ্ছেন সৈকত Jan 19, 2025
স্বল্প দামে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার Jan 19, 2025
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে জুলাই আন্দোলনে আহতদের সহায়তা Jan 19, 2025