ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪০ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। হামলায় এ পর্যন্ত ৯৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৪০৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৯৩ হাজার ৪৬৮ জন।
মন্ত্রণালয় বলছে, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
অন্যদিকে চিকিৎসকদের সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, রবিবার গাজাজুড়ে এসব হামলা হয়েছে। ভুক্তভোগীরা এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুরাও তাদের কাছে পৌঁছাতে পারেননি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।