বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের নগদ অর্থ হিসেবে মোট সংগ্রহ হয়েছে ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা। সংগৃহীত অর্থ থেকে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা।
বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলন ডেকে এই তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
ব্যয় শেষে এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে জমা আছে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা
এসময় সেখানে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আব্দুল কাদের, অদিতিসহ আরো কয়েকজন ।