কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটাল ভারতীয়রা, হাসপাতালে টাইগার রবি

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের জন্য বেশ আবেগের। কারণ দেশের বাইরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।

ঐতিহাসিক এই ম্যাচটিতে ঘটলো অস্বস্তিকর এক ঘটনা। ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবিকে মারধর করে ভারতীয় সমর্থকরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই রবিকে অকথ্য ভাষায় গালাগলি করতে থাকে চলাকালে ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি বেগতিক দেখে গ্যালারির এক কোণে সরে যান রবি। পরে সেখানে বসেই তিনি খেলা দেখছিলেন।

কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করে ভারতীয় সমর্থকরা। ভারতীয়দের কিল ঘুষিতে রবি সেখানেই ঢলে পড়েন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে রবিকে উদ্ধার করে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, টাইগার রবির পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন তিনি।

এর আগেও চেন্নাইয়ে প্রথমে টেস্টে ভারতীয় সমর্থকদের বিদ্রুপের মুখে পড়েন টাইগার রবি। তখন তিনি পরিস্থিতি বেগতিক দেখে মাঠ থেকে দ্রুত সরে পড়েন। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে জানা সেই কথা। তিনি লেখেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না।

মাঠ থেকে বেরিয়ে একটি গণমাধ্যকে ভারতে নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে টাইগার রবি বলেন, রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দেয়। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনি বলেছেন আপনাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে।

আমাকে মারতে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে টাইগার রবি বলেন, আমাকে পতাকা উড়াতে দেয় না। আমি দেখিয়েছি আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই ইজ্জত পাইনি।

ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু উল্লেখ করে এ টাইগার সমর্থক আরও বলেন, তারা কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি সিকিউরিটির কাছে সাহায্য চেয়েছি কিন্তু পাইনি। কিন্তু তারা বাংলাদেশে গেলে অনেক সাহায্য করি, সুধীরকেও করি। তারা আমার মা-বোন তুলে গালাগালি করেছে। তারা বলে বাংলাদেশের সব খেলোয়াড়রা নাকি আমার বাপ।

বাংলাদেশের লোকজন আমার সঙ্গে আছে জানিয়ে টাইগার রবি বলেন, আমি লাল-সবুজের পতাকা উড়াবোই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি তারা গুলি চালায় চেন্নাইয়ের মাঠে আমি পতাকা উড়াবোই। যে কোনো কিছুর বিনিময়ে।

বাংলাদেশবাসীর কাছে আবেদন জানিয়ে টাইগার রবি বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ-কষ্ট থাকবে না। মাইর খেলেও দুঃখ থাকবে না। মরে গেলেও কোনো দুঃখ নেই। দেশের জয় চাই।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশ সর্বকালের সেরা দল করেছে। আম্পায়ার দুটি কল দেয়নি। আমরা ১৩ জনের বিপক্ষে খেলছি। পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।

Share this news on:

সর্বশেষ

img
৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন টেকনাফের অপহৃত ৬ কৃষক Jan 30, 2026
img
সাফল্যের মাঝেও কেন থামলেন অরিজিৎও জাকির খান Jan 30, 2026
img
বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির Jan 30, 2026
img
রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা Jan 30, 2026
img
নির্বাচিত হলে সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ডের কথা সংসদে তোলার প্রতিশ্রুতি দুলুর Jan 30, 2026
img
নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস Jan 30, 2026
img
শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় পুরস্কার পেলেন প্রিন্স মাহমুদ Jan 30, 2026
img
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার Jan 30, 2026
img
ট্রাম্পের স্ত্রীর আমন্ত্রনে যুক্তরাষ্ট্রে এ আর রহমান Jan 30, 2026
img
তেল-গ্যাস খাতে শ্রমিকদের মুনাফার অংশ বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান Jan 30, 2026
img
গোপালগঞ্জে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন Jan 30, 2026
img
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Jan 30, 2026
img
নির্বাচনী ছুটিতে ঘুরতে যাওয়ার বিধি-নিষেধ কী? Jan 30, 2026
img
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিজ দলের এমপিদের মুখে স্কচটেপ এঁটে দেওয়ার মতো: আলী রীয়াজ Jan 30, 2026
img
‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী Jan 30, 2026
img
কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন: জামায়াত আমির Jan 30, 2026
img
স্টার্কের জন্মদিন আজ Jan 30, 2026
img
ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান Jan 30, 2026
img
কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না: নাহিদ ইসলাম Jan 30, 2026
img
রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে: শিশির মনির Jan 30, 2026