কানপুরে বাংলাদেশি সমর্থককে পেটাল ভারতীয়রা, হাসপাতালে টাইগার রবি

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের জন্য বেশ আবেগের। কারণ দেশের বাইরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।

ঐতিহাসিক এই ম্যাচটিতে ঘটলো অস্বস্তিকর এক ঘটনা। ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবিকে মারধর করে ভারতীয় সমর্থকরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই রবিকে অকথ্য ভাষায় গালাগলি করতে থাকে চলাকালে ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি বেগতিক দেখে গ্যালারির এক কোণে সরে যান রবি। পরে সেখানে বসেই তিনি খেলা দেখছিলেন।

কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করে ভারতীয় সমর্থকরা। ভারতীয়দের কিল ঘুষিতে রবি সেখানেই ঢলে পড়েন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে রবিকে উদ্ধার করে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, টাইগার রবির পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন তিনি।

এর আগেও চেন্নাইয়ে প্রথমে টেস্টে ভারতীয় সমর্থকদের বিদ্রুপের মুখে পড়েন টাইগার রবি। তখন তিনি পরিস্থিতি বেগতিক দেখে মাঠ থেকে দ্রুত সরে পড়েন। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে জানা সেই কথা। তিনি লেখেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না।

মাঠ থেকে বেরিয়ে একটি গণমাধ্যকে ভারতে নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে টাইগার রবি বলেন, রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দেয়। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনি বলেছেন আপনাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে।

আমাকে মারতে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে টাইগার রবি বলেন, আমাকে পতাকা উড়াতে দেয় না। আমি দেখিয়েছি আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই ইজ্জত পাইনি।

ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু উল্লেখ করে এ টাইগার সমর্থক আরও বলেন, তারা কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি সিকিউরিটির কাছে সাহায্য চেয়েছি কিন্তু পাইনি। কিন্তু তারা বাংলাদেশে গেলে অনেক সাহায্য করি, সুধীরকেও করি। তারা আমার মা-বোন তুলে গালাগালি করেছে। তারা বলে বাংলাদেশের সব খেলোয়াড়রা নাকি আমার বাপ।

বাংলাদেশের লোকজন আমার সঙ্গে আছে জানিয়ে টাইগার রবি বলেন, আমি লাল-সবুজের পতাকা উড়াবোই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি তারা গুলি চালায় চেন্নাইয়ের মাঠে আমি পতাকা উড়াবোই। যে কোনো কিছুর বিনিময়ে।

বাংলাদেশবাসীর কাছে আবেদন জানিয়ে টাইগার রবি বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জয়টা নিয়ে ফিরতে পারি। এতে আমার কোনো দুঃখ-কষ্ট থাকবে না। মাইর খেলেও দুঃখ থাকবে না। মরে গেলেও কোনো দুঃখ নেই। দেশের জয় চাই।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশ সর্বকালের সেরা দল করেছে। আম্পায়ার দুটি কল দেয়নি। আমরা ১৩ জনের বিপক্ষে খেলছি। পুরো ভারতের বিপক্ষে খেলছি। আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আরব আমিরাত Nov 28, 2025
img
ধামরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Nov 28, 2025
img
কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর Nov 28, 2025
img
কিংবদন্তি গিটারিস্ট ও সংগীত পরিচালক সেলিম হায়দার আর নেই Nov 28, 2025
img
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাই: লুৎফর রহমান মতিন Nov 28, 2025
img
মিস ইন্টারন্যাশনাল সেরার মুকুট জিতলেন কলোম্বিয়ার কাতালিনা Nov 28, 2025
img
শাহজাহান চৌধুরীর কথাগুলো ঔদ্ধত্য, অজ্ঞতা, না কি মূর্খতা- প্রশ্ন মাসুদ কামালের Nov 28, 2025
img
টাঙ্গাইল-৮ আসনে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ Nov 28, 2025
img
জামায়াতের প্রার্থীর প্রচারণায় বিএনপি সমর্থকদের হামলার নিন্দা-প্রতিবাদ Nov 28, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ নিয়ে আইনজীবী পান্নার মন্তব্য Nov 28, 2025
img
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ Nov 28, 2025
img
তৃতীয় মেয়াদে ডা. শফিকুর রহমান, দায়িত্ব পালনের নতুন শপথ আজ Nov 28, 2025
img
প্রচারের ভিড়ে নিজস্ব বিশ্বাসে কোয়েল মল্লিক Nov 28, 2025
img
যত ইচ্ছে সমালোচনা করতে বললেন তাওহীদ হৃদয় Nov 28, 2025
img
রাজশাহীতে ৬০টি হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ Nov 28, 2025
img
আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই Nov 28, 2025
img
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ Nov 28, 2025
img
রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর লিটন দাসের মন্তব্য Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ Nov 27, 2025