লড়াই হয়েছে সমানে সমান। কেউ কেউকে ছাড় দিতে নারাজ। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের নির্ধারিত সময় ফল না আসায় তা গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথম পাঁচ শটে আসেনি ফল। শেষ পর্যন্ত ৮-৭ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
সাফ অনূর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তান অনূর্ধ-১৭ দলের মুখোমুখি হয়ে বাংলাদেশ অনূর্ধ-১৭ দল। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়।
ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। ৩১ মিনিটে প্রথম গোল পায় পাকিস্তান। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল হজম করলে স্কোরলাইন হয় ২-০। দুই গোলে পিছিয়ে পড়ায় একটা সময় হারই চোখ রাঙাচ্ছিল সাইফুল বারী টিটুর শিষ্যদের। তবে, ৭৫ ও ৯৩ মিনিটে (যোগ করা সময়ে) গোল শোধ করে খেলা জমিয়ে তোলে বাংলাদেশ।
টাইব্রেকেও জমে উঠেছিল ম্যাচ। প্রথম পাঁচ শটে লক্ষ্যভেদ করে দুদলই। শেষ পর্যন্ত সাডেন ডেথের অষ্টম শটে পাকিস্তান গোল মিস করে এবং বাংলাদেশ গোল করে হাসে জয়ের হাসি। জায়গা করে নেয় ফাইনালে।
শিরোপার লড়াইয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নেপালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।