সচিবালয়ে হট্টগোল : শাস্তি পাচ্ছেন যে ১৭ উপসচিব

জেলা প্রশাসক (ডিসি) পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। শাস্তির মুখে থাকা ১৭ কর্মকর্তার মধ্যে ১৫ জন পুরুষ এবং নারী কর্মকর্তা আছেন দুজন। সংশ্লিষ্ট সূত্রে তাদের নাম পাওয়া গেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি আটজনকে গুরুদণ্ড, চারজনকে লঘুদণ্ড ও পাঁচজনকে তিরস্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করে।

গুরুদণ্ড দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে নুরজাহান খানম, মো. নুরুল করিম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন, রেবেকা খান, মো. সাইফুল হাসান, মোহাম্মদ জয়নুল আবেদিন, নুরুল হাফিজ এবং মোতাকাব্বীর আহমেদের বিরুদ্ধে।

লঘুদণ্ডের সুপারিশ থাকা চার কর্মকতা হলেন, হাসান হাবীব, মো. আ. কুদ্দুস, আবদুল মালেক, মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল।

অন্যদিকে শাস্তি হিসেবে ‘তিরস্কার’ করার সুপারিশ থাকা পাঁচজন হলেন মো. সগীর হোসেন, মো. মুনিরুজ্জামান, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. হেমায়েত উদ্দীন, মো. তোফায়েল হোসেন। ‘তিরস্কার’ লঘুদণ্ডের মধ্যে সবচেয়ে কম মাত্রার দণ্ড।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, গত ১০ সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি আনরেস্ট (অসন্তোষ) হয়েছিল। সেটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছিল। এটার প্রধান ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। তদন্ত রিপোর্ট পাওয়া গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে, সাক্ষী-প্রমাণ পাওয়া গেছে।

সিনিয়র সচিব বলেন, ১৭ জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। তিনটি পর্যায়ে তিনি সাজেস্ট করেছেন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আটজনের বিষয় বলা হয়েছে, তদন্তসাপেক্ষে কিছু পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ড দেওয়া যেতে পারে। চারজনের বিষয় বলা হয়েছে তদন্তসাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর পাঁচজনের ব্যাপারে বলা হয়েছে, তাদের শাস্তি ‘তিরস্কার’ দেওয়া যেতে পারে। তাদের সাবধান করা, যাতে ভবিষ্যতে এটা না করে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করার পর বিকেলে তারা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে প্রবেশ করেন। এরপর সেখানে প্রায় আধা ঘণ্টা হট্টগোল করার সময় ডিসি হিসেবে পদায়নের আশ্বাস পেয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবের কক্ষ ত্যাগ করেন। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Share this news on:

সর্বশেষ

img
বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ Aug 16, 2025
img
'ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি' Aug 16, 2025
জন্মদিনে খালেদা জিয়াকে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা Aug 16, 2025
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ, পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা! Aug 16, 2025
‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই’ Aug 16, 2025
img
বিএনপির জয় সুনিশ্চিত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী Aug 16, 2025
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক: জসিমের বীরত্ব ও অভিনয়গাথা Aug 16, 2025
বক্স অফিসের আগে অনলাইনে ছড়িয়ে পড়ল ‘ওয়ার-২’ Aug 16, 2025
বিপাশাকে কটু মন্তব্যের পর ম্রুণালের পাশে হিনা Aug 16, 2025
কোটি পেরিয়ে যাত্রা চালাচ্ছে ‘ধুমকেতু’ Aug 16, 2025
img
কাজের সুযোগ পেলে সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে হাতিয়া : হান্নান মাসউদ Aug 16, 2025
img
প্রত্যেকের নাগরিক অধিকার বুঝে পেতে লড়াই অব্যাহত রাখার আহ্বান আখতারের Aug 16, 2025
img
সাধারণত বৈঠকের শুরুতে খোলামেলা আলোচনা করেন ট্রাম্প, তবে আজ নীরব Aug 16, 2025
img
মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, ৬ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার Aug 16, 2025
img
মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের Aug 16, 2025
img
আলাস্কায় সপ্তমবারের মতো মুখোমুখি বৈঠকে ট্রাম্প ও পুতিন Aug 16, 2025
img
যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: ডা. তাহের Aug 16, 2025
img
নালিতাবাড়ীতে শেখ মুজিবুর রহমানের জন্য দোয়ার আয়োজন করে একজন আটক Aug 16, 2025
img
হবিগঞ্জে সেনা অভিযানে ছাত্রদল নেতাসহ ২ চাঁদাবাজ গ্রেফতার Aug 16, 2025
img
সাবেক এমপি বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে জামায়াতের শোক Aug 16, 2025