বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিষ্ট হয়েছিলেন শেখ হাসিনা। এতদিন আন্দোলন করেছি কিন্তু চূড়ান্ত ধাক্কা দিতে পারিনি। ছাত্ররা ফাইনাল গোল দিয়েছে। এটা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাই মূল অগ্রাধিকার দেয়া উচিত। বিএনপির ক্ষমতার জন্য নয়, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে।
কবে কী করবে তা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে, পোশাক কারখানা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না।
বিএনপির মহাসচিব আরও বলেন, আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। এখন সবাই দাবি জানাচ্ছে কিন্তু এতোদিন স্বৈরাচারের সামনেতো কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে। নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থেই নির্বাচনের কথা বলছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে যারা আছেন তারা একেক সময় একেক কথা বলছেন। এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। চাই না আওয়ামী লীগের দু:শাসন আবার ফিরে আসুক।