পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুররাম এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলার ঘটনায় ৩৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্মকর্তা ডাক্তার মুহাম্মাদ ইশাহাক এ তথ্য জানিয়েছেন।
তেহশিল হেড কোয়াটার্স (টিএইচকিউ) হাসপাতালে আলিজিয়ার মেডিকেল পরিদর্শক বলেছেন, আহতদের জেলার একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং কয়েক জনকে পেশোয়ারে রেফার করা হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহত ও নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
তাকে উদ্ধৃতি করে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মিডিয়া সেলের এক্স পোস্টে বলা হয়েছে, নিরাপরাধ যাত্রীর ওপর এ ধরনের হামলা কাপুরুষিত এবং অমানবিক।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে অভিযুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তিনি আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন।
বেলুচিস্তান এবং খাইবার পাকতুনখাওয়াতে সন্ত্রাসী হামলার তীব্রতার বেড়ে যাওয়ার মধ্যে এবার এমন ঘটনা ঘটল।