শুক্রবার যে পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করবে আইসিসি

আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্ট খেলতে চাই না ভারতীয় দল। দেশটির এমন সিদ্ধান্তের কারণে এখনও সূচি প্রকাশ করতে পারেনি পিসিবি। ভারত হাইব্রিড মডেলের প্রস্তাব দিলেও তা মানতে নারাজ স্বাগতিক দেশটি।

এমন অবস্থায় বিপাকে পড়েছে আইসিসিও। দুই দেশের এই সম্পর্কের টানাপোড়নে এখনও অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে এই সমস্যা সমাধানের জন্য একটি ভার্চুয়াল বোর্ড সভা ডেকেছে আইসিসি। সভাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, সেখানেই নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই বোর্ড সভায় পাকিস্তানকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হবে। এতে তারা যদি রাজি না হয়, তাহলে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে দেশটির হোস্টিং অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও পিসিবিকে রাজি করতে আর্থিক প্রণোদনা ব্যবহার করা হতে পারে।

পিসিবির সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান আরও জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে এবার হাইব্রিড মডেলে যেতে চায় না। এ ছাড়া অতিরিক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করবে না পিসিবি।

এদিকে আগামী আইসিসির চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন ভারতের জয় শাহ। এমনতেই ক্রিকেটে আর্থিকভাবে শক্তিশালী ভারত। তার উপর জয় শাহ চেয়ারম্যান পদে বসলে আরও শক্তিশালী হয়ে উঠবে তারা। এমন পাকিস্তান কিভাবে এই কঠিন পরিস্থিতি সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়।

পাকিস্তানে দল না পাঠানোর কারণ হিসেবে ভারত নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। কিন্তু তাদের এই অজুহাত মানতে নারাজ পিসিবি। এ বিষয়ে লিখিতও চেয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। জানা গেছে, আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে পিসিবি। ইতিমধ্যে লন্ডনে আইনজীবীদের সাথে পরামর্শ শুরু করেছে তারা।

Share this news on:

সর্বশেষ

img
সোহানের চার-ছক্কার বৃষ্টিতে ডুবে গেল বরিশাল, অবিশ্বাস্য জয় রংপুরের Jan 09, 2025
img
সরকার নয়, ঘোষণাপত্র আসবে শিক্ষার্থী ও সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে: উপদেষ্টা মাহফুজ Jan 09, 2025
img
ফেব্রুয়ারি নাগাদ সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে: প্রেস সচিব Jan 09, 2025
img
আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা Jan 09, 2025
img
থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার Jan 09, 2025
img
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগে অবরোধ Jan 09, 2025
img
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে দেশ Jan 09, 2025
img
অস্কার সবসময় ভারত বিদ্বেষী : কঙ্গনা Jan 09, 2025
img
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি শরিফুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা Jan 09, 2025
img
বকশীবাজারে আদালত কক্ষে আগুন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি Jan 09, 2025