আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে ঘরের মাঠে ফিরে ওয়ানডেতে বড় জয় তুলে নিল বাংলাদেশ। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বাজিমাত করেছে টাইগ্রেসরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থেমেছে আয়ারল্যান্ড।

২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা।

১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেনালির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন। তাছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এর আগে ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখতে পারলেও শুরুর দিকে বেশ মন্থর ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। তবে ততক্ষণে ১৮ ওভারেরও বেশি খেলা শেষ হয়ে যায়। 

৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ ভালোভাবেই এগোতে থাকেন শারমিন সুপ্তা। রানের গতিও বাড়ছিল।

বাংলাদেশের ইনিংসে সাধারণত এক উইকেট পড়লে পরপর আরও কয়েকটি পড়ে যায়। আজ এ জায়গায় বেশ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক মেয়েদের। এদিন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি জ্যোতি। ২৮ বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক।

অন্য প্রান্তে ইতিহাসের হাতছানি ছিল সুপ্তার সামনে। ইনিংসের ৪৯ তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় শারমিন সুপ্তার। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ দিকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)। আইরিশ মেয়েদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট।

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ Dec 04, 2024
img
অর্থ পাচার:কীভাবে গোটা দেশের অর্থনীতি খালি করে দেয়া হলো,চাঞ্চল্যকর তথ্য প্রকাশ Dec 04, 2024
img
সরকারের পক্ষ থেকে জাতীয় ঘোষণা আসবে:জামায়াত আমির Dec 04, 2024
img
ভারতের সঙ্গে রামপালসহ ক্ষতিকর চুক্তিগুলো বাতিলের দাবি রাজনৈতিক দলগুলোর Dec 04, 2024
img
দেশকে অস্থির করার চেষ্টা চলছে,সবাইকে একজোট থাকতে হবে:ড. ইউনূস Dec 04, 2024
img
সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর Dec 04, 2024
img
অবশেষে মুক্তি পাচ্ছে নায়ক বাপ্পির 'ডেঞ্জার জোন' Dec 04, 2024
img
ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়:পররাষ্ট্র উপদেষ্টা Dec 04, 2024
img
জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য:গভর্নর Dec 04, 2024
img
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা Dec 04, 2024