চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব-তামিম?

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে, দেশের  ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটি প্রশ্ন! সাকিব আল হাসান ও তামিম ইকবাল কি থাকবেন এবারের বিশ্বমঞ্চে? ক্রিকেট পাড়ায় এই দুই তারকা খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে চলছে তুমুল আলোচনা ।

বরাবরই দেশি ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঝলমলে আসরেই নেই দেশের সফলতম ক্রিকেটার সাকিব। এই মুহুর্তে সাকিব নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। তার বিপিএলে অনুপস্থিতি নিয়েও চলছে বেশ আলোচনা।

অন্যদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও  জাতীয় দলের জার্সি গায়ে আর খেলা হয়নি। সম্প্রতি সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির ভিডিওতে তামিম বলেছেন, জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য। 

বিসিবির নির্বাচকরা জানিয়েছেন, ১২ জানুয়ারির মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে। কিন্তু দলের লিস্ট জমা দেওয়ার তারিখ নিয়ে এখনও নিশ্চিত নন স্বয়ং ক্রিকেট বোর্ড। তবে সাকিব এবং তামিমের ব্যাপারে বিসিবি বোর্ডের তরফ থেকে এখনো কোন ঘোষণা আসেনি।

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঝে সর্বোপরী যোগাযোগ হচ্ছে। সাকিবের রাজনৈতিক জটিলতা এবং অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরো জানান, সাকিবের ফিটনেস ও মানসিক শক্তি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন নির্বাচকরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের মনে কেবল একটিই প্রশ্ন— সাকিব ও তামিম কি খেলবে এবারের বিশ্বমঞ্চে? না কি তাদের অংশগ্রহণ থাকবে কেবল আলোচনা আর জল্পনায়?  তাদের বিশ্বমঞ্চে থাকা না থাকা, সবকিছুই নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর।

Share this news on: