আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

তিনি আরও লিখেন, ‘এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

শান্ত তাকে ফেরার কথা বলেছে উল্লেখ করে তামিম আরও লিখেন, নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, তা বড় ধাক্কা ছিল জানিয়ে ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ‘

সবশেষে ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি ছেলেকে বলেছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

প্রসঙ্গত, সম্প্রতি বিপিএল চলাকালেই সিলেটে তামিমের সঙ্গে মিটিংয়ে বসে বিসিবির নির্বাচক প্যানেল। দুই দফা মিটিংয়ের পর তামিম দুই দিনের সময় চান নির্বাচকদের কাছ থেকে। এর মধ্যেই তিনি অবসরের ঘোষণা দিলেন। 

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় তামিমের। বাংলাদেশের জার্সিতে শেষ ওয়ানডে খেলেন ২০২৩ সালের সেপ্টেম্বরের ঘরের মাঠ মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই বছরের ১ সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় টি টোয়েন্টিতে। দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন ২০২০ সালে ৯ মার্চ ঘরের মাঠ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। 

২০০৮ সালের ৪ জানুয়ারি ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। ঘরের মাঠ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালের ৪ এপ্রিল শেষ ম্যাচ খেলেন। 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তামিম ৩৯১ ম্যাচ খেলেন (টেস্ট ৭০, ওয়ানডে ২৪৩ ও টি টোয়েন্টি ৭৮)। যথাক্রমে ৫ হাজার ১৩৪, ৮ হাজার ৩৫৭ ও ১ হাজার ৭৫৮ রান করেন। তিন ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা ২৫টি। যার মধ্যে টেস্টে ১০, ওয়ানডেতে ১৪ ও টি টোয়েন্টিতে একটি। 

Share this news on:

সর্বশেষ

img
পরিবর্তন আসছে ফেসবুকে, থাকছে না ভিডিও! Jun 18, 2025
img
বিশ্বকাপের সূচি এক বছর আগেই প্রকাশ, একই গ্রুপে ভারত ও পাকিস্তান Jun 18, 2025
img
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে ইয়েমেন Jun 18, 2025
img
আক্ষেপ নিয়ে ফিরে গেলেন লিটন Jun 18, 2025
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা নোয়াখালী থেকে গ্রেপ্তার Jun 18, 2025
মিরপুরে ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যা বলছে ডিবি পুলিশ Jun 18, 2025
img
পাইরেসির ধাক্কায় মুখ থুবড়ে পড়েছিল ‘সিকান্দার’, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য Jun 18, 2025
img
জনগণ পাশে থাকলে ইরান অপ্রতিরোধ্য: পেজেশকিয়ান Jun 18, 2025
img
ভিআইপি ফ্লাইটের জন্য ১ ঘণ্টা অপারেশন বন্ধের নিষেধাজ্ঞা বাতিল করল প্রধান উপদেষ্টা Jun 18, 2025
img
শরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ Jun 18, 2025
তেহরানে বাংলাদেশি কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা! Jun 18, 2025
img
জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় সংলাপ থে‌কে ওয়াক আউট গণ‌ফোরাম-সি‌পি‌বির Jun 18, 2025
img
খুলনায় আরও ১ জনের দেহে করোনা শনাক্ত Jun 18, 2025
img
মৌলিক সংস্কারে দলগুলো একমত না হলে প্রয়োজনে গণভোটে যেতে হবে : আতাউর রহমান Jun 18, 2025
img
প্রধান উপদেষ্টার আশ্বাসেই ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিলো জামায়াত Jun 18, 2025
img
যেকোনও মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে: খামেনি Jun 18, 2025
img
ইরান আত্মসমর্পণ করবে না : খামেনি Jun 18, 2025
img
‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছে, তাদের ভাগ্য যেন এক না হয়’ : এরদোয়ান Jun 18, 2025
img
সিনেমার শুরুতেই থাকবে মোদীর উক্তি, এমন নির্দেশে নাখোশ আমির Jun 18, 2025
img
ইরানের আত্মরক্ষার অধিকার আছে : এরদোয়ান Jun 18, 2025