হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান

স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায়) খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। তাকে ডাক্তাররা আপাতত বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। তবে প্রয়োজন হলে ফলোআপের জন্য হাসপাতালে আসবেন খালেদা জিয়া।

চিকিৎসকরা জানান, বিএনপি চেয়ারপারসনের হার্টের সমস্যার সমাধান হয়েছে। এখন মূল সমস্যা কিডনিতে। এভার কেয়ার হাসপাতালে যে চিকিৎসা ছিল তা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা প্রথমে সাপোর্ট করেননি। তারপর নতুনভাবে কিডনির চিকিৎসা শুরু হয়। কয়েক দিন আগে ক্রিয়েটিনিনের মাত্রা (কিডনির কার্যকারিতা মূল্যায়ন করতে সাহায্য করে) বর্ডার লাইন ক্রস করে। এতে অবস্থা খারাপ হয়ে পড়ে। এরপর আরও নতুন কিছু চিকিৎসার ফলে এখন অনেকটা ভালো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, শুক্রবার রাতের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে। সবকিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারেও বলেও জানান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন।

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন তাকে বিদেশে নিয়ে আসা গেলে আরও হয়তো দ্রুত সুস্থ করা যেত। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়তো উনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত।

তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়ার লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ- সব রোগের জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। আপাতত ওষুধের মাধ্যমেই এটি অব্যাহত থাকবে। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিনস হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। সেদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য ক্লিনিক’ এ নিয়ে ভর্তি করা হয়। এর আগে, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ৭ জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Share this news on:

সর্বশেষ

img
শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে বিপুল পরিমাণ চা-পাতা জব্দ Jul 11, 2025
img
পঞ্চগড়ের ৫ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল! Jul 11, 2025
img
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ Jul 11, 2025
img
জুলাই ঘোষণাপত্র সংবিধানের 'চতুর্থ তফসিলে' অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি Jul 11, 2025
img
তিন দিন পর উদ্ধার ৯ জেলে, এখনো নিখোঁজ তিন Jul 11, 2025
img
পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ঢাকাকে সহযোগিতা করবে চীন Jul 11, 2025
img
তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যেই ডাকসু নির্বাচন : রিটার্নিং কর্মকর্তা Jul 11, 2025
img
ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায় : সারজিস আলম Jul 11, 2025
img
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার Jul 11, 2025
img
ইরানকে আবারও হামলার হুমকি দিল নেতানিয়াহুর দেশ Jul 11, 2025
img
সাকিবের অলরাউন্ড ম্যাজিকে জয় পেল দুবাই Jul 11, 2025
img
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে: তথ্য উপদেষ্টা Jul 10, 2025
img
সংগীতের দুই তারকাকে নিয়ে সিনেমা Jul 10, 2025
img
অভিনেত্রী হুমায়রার মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারের Jul 10, 2025
img
হৃতিক-জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার ২’-তে কিয়ারা Jul 10, 2025
img
পুজা হেগড়ে নয়, ধানুশের সিনেমায় থাকছেন মামিতা বাইজু Jul 10, 2025
img
এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ Jul 10, 2025
img
অভিষেক বচ্চন না থাকলেও ‘৯৬’ সিনেমাটি দর্শককে মুগ্ধ করেছে! Jul 10, 2025
img
'কৃষ ৪' পরিচালনায় হৃতিক রোশন, ফিরছেন প্রিয়াঙ্কাও! Jul 10, 2025
img
বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে: নাহিদ ইসলাম Jul 10, 2025