শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভে কথা বলবেন শেখ হাসিনা, এমন ঘোষণা আসে। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়। সেই লাইভ প্রসঙ্গেই হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক।
হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’ ৪ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে এই বার্তা দেন তিনি।
পাশাপাশি ৫ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া আরেক স্ট্যাটাসে বলা হয়, ‘যেসব মিডিয়া হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’
এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড পেইজটি ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না। পেজটি রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে নাকি সংগঠনটি নিজেরাই আনপাবলিশ করে রেখেছে সেটি নিশ্চিত হওয়া যায় নি।
৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে। ঠিক ৬ মাস আগে ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে তোপের মুখে ভারতে আশ্রয় নেন। সেই থেকে ভারতেই আছেন তিনি। ভারত থেকেই বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোনালাপে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ নিয়ে এর আগেও নানান সময়ে বক্তব্য দিয়েছে।
এর আগে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতিদ্রুত সরাতেও বলা হয়েছিলো।
টিএ/