বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি মুর্তজার হাতে বিশ্বকাপ জার্সি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

জার্সি উন্মোচনের পর শুরু হয় ফটোসেশন।

তবে এসময় উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান।

আইপিএল খেলে রোববার দেশে ফিরলেও দলীয় ফটোসেশনে অংশ নেননি এই অলরাউন্ডার।

বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য দুই ধরনের জার্সি তৈরি করা হয়েছে। একটাতে লাল এবং অন্যটাতে প্রাধান্য দেওয়া হয়েছে সবুজ রং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস ও মাহবুব আনাম।

বাংলাদেশের রেপ্লিকা জার্সি বিক্রি করার স্বত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন।

বাংলাদেশ দলের জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা।

মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সি এবং অনুশীলন জার্সি নির্ধারিত দোকান থেকে কিনতে পারবেন ক্রেতারা।

 

টাইমস/এএস/জেডটি

Share this news on: