প্রেমে ভাঙনের লক্ষণ দেখলেই সাবধান হোন

প্রেম মানুষের জীবনের এক অনবদ্য অধ্যায়। কারো জীবন কেটে যায় এক প্রেমে, আবার কারো জীবনে আসে একাধিক। প্রেমের জোয়ারে ভাসার সময়ে মনে হয়, যেন এই প্রেম চিরন্তন। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও প্রেমে চিড় ধরবে না।

তবে শুধুই আসার সময়েই নয়, অনেক প্রেম যাওয়ার সময়েও বেশ ঝড়-তুফানের সাক্ষী হয়। আবার নিঃশব্দেও ভেঙে যায় স্বপ্নের অনেক খেলাঘর।

সমস্যাটা হল, প্রেমে পড়ার সময় দু’জনের সমান অংশ থাকে। প্রেম ভাঙার সময় সে নিয়ম সব সময় খাটে না। একজনের কারণেও প্রেম মুখ থুবড়ে পড়তে পারে, আবার দু’জন মিলে সিদ্ধান্ত নিয়েও অনেকে সম্পর্ক থেকে সরে আসেন।

 

তবে প্রেম হঠাৎ করে দরজায় টোকা মারলেও, ভাঙন কিন্তু আস্তে আস্তে ধরে। অভিযোগ আর অভিমানের পাহাড় জমতে জমতে শেষে ধৈর্যের বাধ ভাঙে। তাই আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন। জেনে নেয়া দরকার সম্পর্ক ভেঙে যেতে পারে এমন লক্ষণগুলি।

বন্ধুত্বে বাধা: বন্ধুত্বহীন কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। সব সম্পর্কেই বন্ধুত্ব থাকা প্রয়োজন। তাই সম্পর্কে বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে তার মেয়াদ যে ফুরনোর পথে, তা বলে দেয়া যায়। বন্ধুত্বে অনেক কিছুই বলা যায়, ভাগ করে নেয়া যায়। প্রেমের সম্পর্কেও ঠিক তেমনই কমফর্ট জোন থাকা উচিত।

শাসন করা: প্রত্যেক সম্পর্কে একজন একটু নমনীয় হন। কিন্তু সেই নমনীয় ব্যক্তির উপরে যদি অন্যজন প্রতিনিয়ত শাসন করতে থাকে তা হলে মুশকিল। প্রতিটি বিষয়ে যদি একজন অন্যজনের কাছে প্রমাণ দর্শাতে হয়, তা হলেও মুশকিল। এমন হলে সাবধান হোন।

শ্রদ্ধায় ঘাটতি: সম্পর্কে পরস্পরকে শ্রদ্ধার জায়গাটা খুব দরকার। বন্ধুর মতো খুনসুটি করলেও দিনের শেষে পারস্পরিক শ্রদ্ধাটা বজায় রাখা খুব দরকার। সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়। কিন্তু কটু কথা, অপমান এগুলো দিনের পর দিন চলতেই থাকলে একসঙ্গে থাকা যায় না।

স্পেসের অভাব: সম্পর্কে স্পেস থাকারও দরকার। প্রেমে রয়েছেন বলে স্বাধীনভাবে নিজের মতো সময় কাটানো যাবে না, এমন কোথাও লেখা নেই। দু’জনেরই নিজের জগতে নিজেকে সময় দেয়া প্রয়োজন। পরস্পরের মধ্যে যদি সেই স্পেস দেয়া নিয়ে অনবরত সমস্যা হতে থাকে, তা হলে সাবধান হোন।

বিশ্বাসহীনতা: প্রেমের অন্যতম ভিত হল বিশ্বাস। তাই সম্পর্কের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, প্রতারণা ইত্যাদি ঢুকে পড়লে সেই সম্পর্ককে বাঁচানো কঠিন।

মতের অমিল: ছোট্ট ছোট্ট কথায় মত না মিলতে মিলতে সেটা একটা সময় বৃহৎ অমিল তৈরি করা। আর এসব ঘটলেই বুঝবেন প্রেম আর বেশি দূর গড়াবে না।

একসঙ্গে থেকেও একা মনে করা: সবশেষে বলা যায়, দু’জনে একসঙ্গে থাকা সত্ত্বেও নিজেদের একা মনে করা। অর্থাৎ একে অপরের পাশাপাশি থেকেও ভাবনায় রয়েছেন একা, তাহলেই বুঝবেন ‘প্রেমে কুছ কালা হ্যায়’। প্রেমের পথ পারি দেয়ার শেষ সেখানেই শুরু।

 

টাইমস/জিএস

Share this news on: