পান্তের হাত থেকে ব্যাট উড়ে যায় কেন ?

ব্যাট করার সময় ঋষভ পান্তের হাত থেকে অনেক সময়ই ব্যাট ছিটকে যায়। আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তিনি ব্যাট করার সময় তাই সতর্ক থাকতে হয় প্রতিপক্ষ দলের ফিল্ডারদেরও! কেন এমন হয় বার বার? এবার নিজেই কারণ জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

মূলত আগ্রাসী মেজাজে ব্যাট করার জন্যই অনেক সময় হাত থেকে ব্যাট ছিটকে যায় পান্তের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এক সাক্ষাৎকারে পান্ত বলেছেন, 'আমার ক্ষেত্রে এমন অনেক বারই হয়েছে। মনে হয় নীচের হাতে (বাঁ হাত) ব্যাটের হাতল আলতো করে ধরি। আমি মূলত নীচের হাতটাকে সহায়ক হিসাবে ব্যবহার করার চেষ্টা করি।'

'অনেক সময় নীচের হাতটা একটু বেশি সক্রিয় হয়ে ওঠে ব্যাট করার সময়। তাই উপরের হাত (ডান হাত) দিয়ে ব্যাটের হাতল তুলনায় শক্ত ভাবে ধরি। আগ্রাসী ব্যাটিং করতে গেলেই সাধারণত এই সমস্যা হয়। খাটো লেংথের বল খেলতে কিছুটা সমস্যা হয় পান্তের।

তিনি বলেন, 'বলের লেংথ খাটো হলে বা লাইন বাইরের দিকে থাকলে মারতে সমস্যা হয়। বিশেষ করে এগিয়ে খেলতে গেলে। শটটা হয়তো ৩০ বা ৪০ শতাংশ ঠিক হয়। তবে সবটাই নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। কতটা ঝুঁকি নেওয়া প্রয়োজন, তা বিবেচনা করে আগ্রাসী হই।'

তবে এটা কখনোই ইচ্ছাকৃত ভাবে করেন না পান্ত। তিনি বলেন, 'হয়তো মনে হয় আমি ব্যাট ছুড়ে দিচ্ছি। ইচ্ছাকৃত করি না। সংশ্লিষ্ট বলটা থেকে যত সম্ভব বেশি রান করার লক্ষ্য থাকে। বেশির ভাগ ক্ষেত্রে মাঠের বাইরে বল পাঠানোর চেষ্টা করি। আগ্রাসী ভাবে সেটা করতে গিয়েই হাত থেকে ব্যাট পিছলে যায়। অনেক বার আমার মাথাতেও ব্যাট লেগেছে। চার বা ছয় মারাই একমাত্র লক্ষ্য থাকে। ব্যাট হাতে থাকল কি না, তা নিয়ে তখন ভাবি
না।'

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাক-ভারত উত্তেজনায় স্থগিত আইপিএল May 09, 2025
img
সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট May 09, 2025
img
চীনা প্রযুক্তিতে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান, প্রশংসা করলো যুক্তরাষ্ট্র May 09, 2025
img
যুক্তরাষ্ট্র দ্যা কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধ হবে কি না, তা বিএনপির বিষয় নয় : মঈন খান May 09, 2025
img
এখন আর আগের মত তৃপ্তি পাই না : কৌশানি May 09, 2025
img
ভাস্করকে সুখ দিতে না পারায় নিজেকে অক্ষম মনে করছি: ইন্দ্রাণী হালদার May 09, 2025
img
গুম বিএনপি নেতা সুমনের পরিবারের প্রতি ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার May 09, 2025
img
নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ আবারও রাজপথে নামবে : জয়নুল আবদিন ফারুক May 09, 2025
img
চণ্ডিগড় ও গুরুদুয়ারায় সতর্কতা, ঘরে থাকার পরামর্শ May 09, 2025