আছিয়ার মৃত্যুতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যু ইতিহাসে করুণ সাক্ষী হয়ে থাকবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক ও প্রতিবাদের কথা জানান।

ওই পোস্টে জাহিদুল ইসলাম বলেন, ‘মানুষরূপী কিছু হায়েনার নিষ্ঠুর থাবায় অকালেই ঝরে গেল একটি সম্ভাবনাময় প্রাণ।এমন মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। এই হৃদয়বিদারক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন নির্মূল করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।’আছিয়ার পরিবারের প্রতি শোক জানিয়ে শিবির সভাপতি লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের নিষ্পাপ বোন আছিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।’

আজ দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা যায়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

এমআর/এসএন

Share this news on:

সর্বশেষ

পুরুষদের নিয়ে যে মন্তব্য করলেন ভিকারুননিসার শিক্ষার্থীরা Mar 13, 2025
সাংবাদিকের বেতন কত হবে? বললেন প্রেস সচিব Mar 13, 2025
আলিয়া ভাট এর ঘোষণায় রণবীর-আমির ভক্তদের চমক! Mar 13, 2025
img
সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন Mar 13, 2025
img
ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে : মির্জা ফখরুল Mar 13, 2025
img
সিরিয়ায় আইনের মূল ভিত্তি থাকবে ইসলামিক আইনশাস্ত্র Mar 13, 2025
img
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ায় প্রবেশ করছে রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার Mar 13, 2025
img
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন গ্রামবাসী Mar 13, 2025
img
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটি দ্রুত শেষ করা হবে: আইজিপি Mar 13, 2025
img
ভারতে ভোজ্যতেল আমদানি চার বছরের সর্বনিম্নে Mar 13, 2025