গাজায় চলমান ইসরায়েলি হামলার নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ২০২৫ সালের ‘উলফ পুরস্কার’ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের খ্যাতনামা নারী স্থপতি ও সংরক্ষণবিদ ইয়াসমিন লারি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইয়াসমিন লারি বলেন, "আমাকে এটা করতেই হতো; আমার কোনো বিকল্প ছিল না। আমরা এখানে বসে আছি, অনেক দূরে, অথচ কিছুই করতে পারছি না। তাই অন্তত আমার অবস্থানটা জানানো প্রয়োজন মনে করেছি।"
উল্লেখ্য, বিজ্ঞান ও শিল্পের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৮ সালে ইসরায়েলে প্রবর্তিত হয় ‘উলফ পুরস্কার’। প্রতিবছরই এই সম্মাননা প্রদান করা হয় বিশ্বের খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী ও শিল্পীদের।
মানবিক মূল্যবোধের জায়গা থেকেই এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন ইয়াসমিন লারি, যিনি বিশ্বব্যাপী মানবতাবাদী আর্কিটেক্ট হিসেবে সুপরিচিত।
এসএস/এসএন