নতুন রাজনৈতিক দল সম্পর্কে যা বললেন নাসির উদ্দীন

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক দল কোনোভাবেই নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন তাহলে দেখবেন তারা পুরাতন রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। সুতরাং আমাদের মনে হয়েছে এই নতুন দল নতুন রাজনৈতিক বন্দোবস্তো করতে পারেনি। বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্তো করতেই তারা নতুন দল গঠন করেছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবি ছাত্রদল এই স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, তারা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না।

আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন, তাহলে দেখবেন তারা পুরনো রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদি আমিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য এবং চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী প্রমুখ।

এসএম

Share this news on: