ভাইকে বাঁচাতে গিয়ে গুলিতে বোন মারা যাওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাকলিয়ায় বাসার মধ্যে ভাইকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বোন নিহত হওয়ার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার নগরীতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেপ্তার দুজন হলেন- মো.মুছা (৪০) ও আহম্মদ কবির (৪২)।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার রাতে বাকলিয়ার বজ্রঘোনা এলাকায় ভাইকে বাঁচাতে গিয়ে গুলিতে বুবলী আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শাহ আলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। হত্যার ঘটনায় শনিবার রাতেই বুবলীর বাবা নোয়া মিয়া বাদী হয়ে শাহ আলম, তার ভাই নূর আলম (২৫), নবী হোসেন (৬০), মো. জাবেদ (২৪), মো. মুছা (৪০), আহম্মদ কবিরসহ (৪২) ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

 

আরও পড়ুন...

ভাইকে বাঁচাতে প্রাণ গেল বোনের : অভিযুক্ত নিহত

 

টাইমস/এইচইউ

Share this news on: