সিডনিতে লাকেম্বা লিবারেল পার্টির ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় সিডনির রাজনীতিতে বাংলাদেশিদের সক্রিয়তা ক্রমশ বাড়ছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এই প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। এই ধারাবাহিকতায়, লিবারেল পার্টি আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে একত্রিত হয়েছেন বাংলাদেশিরা।

গত (২০ মার্চ) নিউ সাউথ ওয়েলসের লিবারেল পার্টির লেকেম্বা শাখার ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়। ব্যাংকস্টাউনের লা কাস্টেল্লে ভেন্যুতে দেখা মেলে বাংলাদেশিদের উপস্থিতি।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সব কমিউনিটির সদস্যদের একত্রিত করা, সেই সঙ্গে বন্ধুত্ব ও ইসলামী মূল্যবোধ ফুটিয়ে তুলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন কাউন্সিলর বারবেল আবুরাত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়ান ইয়াসার জামান। তারপর গাওয়া হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত।

পরে অনুষ্ঠানে লেকেম্বা শাখার কার্যক্রমের একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং ১৫ জন কাউন্সিলরকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের বিরোধী দলের নেতা মার্ক স্পিকম্যান এসসি, এমপি।

লেকেম্বা শাখার সভাপতি মোহাম্মদ জামান অতিথিদের স্বাগতম জানান। এরপর মার্ক স্পিকম্যান বক্তৃতা করেন, এবং ইসলামী পণ্ডিত ও ইমাম শেখ সোনার চুরহালো ইফতারের আগে রোজার গুরুত্ব ও ইসলামে ব্যবসার ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন- ক্রিস স্টোন, ডিরেক্টর অফ স্ট্রেইট, ডেভিড কোলম্যান এমপি, সেনেটর মারিয়া কোভাচিক, এবং অন্যান্য বিশিষ্ট নেতারা। বক্তৃতার শেষে লিবারেল পার্টির পার্টি অ্যাফেয়ার্স ম্যানেজার উইলসন চেহেনকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

কাউন্সিলর জর্জ জাকিয়া লেকেম্বা শাখার চার সদস্যকে তাদের কঠোর পরিশ্রম ও আনুগত্যের জন্য পুরস্কৃত করেন। সামাজিক সমস্যা ও নারীর ক্ষমতায়নের জন্য প্রাক্তন কাউন্সিলর সাজিদা আখতার সঞ্জিদাকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এই ইফতার অনুষ্ঠান লিবারেল পার্টির ইতিহাসে একটি মাইলফলক। সেই সঙ্গে এটি অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও বেশি অংশগ্রহণের পথ প্রশস্ত করে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ Mar 26, 2025
img
দুদকের মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ভাই Mar 26, 2025
img
ছোট হয়ে আসছে দেশের শ্রমবাজার, রপ্তানি কমেছে ৩০ শতাংশ Mar 26, 2025
img
ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক Mar 26, 2025
img
টেকনিক দেখিয়ে আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে Mar 26, 2025
img
ক্লাব দখল মামলার আসামি ভিপি নুর, পাল্টা মামলা Mar 26, 2025
img
ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র Mar 26, 2025
img
জাপার নেতৃত্বে জি এম কাদেরকে চায় না রওশনপন্থিরা Mar 26, 2025
img
শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে সচিব ওএসডি, কর্মকর্তা বরখাস্ত Mar 26, 2025
img
স্বাধীনতার ৫৩ বছর পরও মানুষ সুফল ভোগ করতে পারেনি: তারেক রহমান Mar 26, 2025