ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রার ট্রেনের আসনের অগ্রিম টিকিটের চাহিদা ঢাকা থেকে কম। ফলে ঢাকা থেকে ফিরতি যাত্রার টিকিট ৬০-৭০ শতাংশ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর) স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৫ মার্চ) ঈদযাত্রা উপলক্ষ্যে স্টেশনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ফিরতে যাত্রা টিকিটের চাহিদা কম থাকায় টিকিটগুলো ধীরে ধীরে বিক্রি হচ্ছে। আমাদের এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। আজ সকাল থেকে ৪ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। ৩৮ হাজার ৮১৭টি টিকিটের বিপরীতে ১৪ হাজার ২৭৭টি টিকিট বিক্রি হয়েছে।
ট্রেন পরিষ্কার না থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ট্রেন পরিষ্কার করা হচ্ছে না এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তারপরও আমি সংশ্লিষ্টদের আবারও নির্দেশ দেবো যেন প্রতিটি ট্রেন পরিষ্কার করে প্ল্যাটফর্মে দেওয়া হয়। ট্রেন পরিষ্কার রেখে পরিচালনা করার নিয়ম। সুতরাং এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
স্টেশন ব্যবস্থাপক বলেন, এখন (বেলা ১১টা) পর্যন্ত আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনসহ মোট ২১টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে। কোনো ট্রেন ছাড়তে বিলম্ব হয়নি। আমাদের প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এছাড়া মেইল, এক্সপ্রেস, কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছাড়ে ২৫টি।
এসএন