স্বাধীনতা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্মারক ডাকটিকিটের উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে এদিন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার দেওয়ার জন্য ৭ জনের নাম ঘোষণা করেছিল সরকার।

তবে স্বাধীনতা পুরস্কার না নেওয়ার ঘোষণা দেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। তার পুরস্কার জাতীয় জাদুঘরে রাখবে সরকার।

এছাড়া মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আরেকজনের পরিবার বিদেশে থাকায় সেখানে পুরস্কার পৌঁছে দিবে সরকার।

এসএস/টিএ

Share this news on: