ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
মোজো ডেস্ক 03:36PM, Mar 25, 2025
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ আহত হয়েছে ১৫ জন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি খাদে উল্টে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতাল রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, ‘মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে ১৫ জন আহত হয়েছে। কোন নিহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।’