ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাড়াইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে দুই পথচারী চুরখাই মোড়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী সাগর ট্রান্সপোর্ট এজেন্সির দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
তিনি জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনার পরপরই মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।
এফপি/টিএ