প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হতে পারে : পররাষ্ট্রসচিব

আগামী ২৬ মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে তিস্তা নদী নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার চীনে সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা হবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘তিস্তা এই সফরের এজেন্ডায় নেই।

এটি শীর্ষ নেতৃত্বের ইচ্ছার বিষয়। তবে এজেন্ডায় পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রয়েছে। এই এজেন্ডার আলোচনার সময় তিস্তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।’

সফরে চীনের কাছ থেকে মায়ানমারের ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রসচিব।

এ ছাড়া মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি, গণমাধ্যম সংযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল স্থাপন, স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো এবং সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্রসচিব জানান, চীনের কুনমিংয়ে বাংলাদেশের রোগীদের জন্য চারটি ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। আমরা আশা করছি, চীন বাংলাদেশেও একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনে সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ চীনকে ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে ধারণ করে। চীনও একই রকম মনে করে বাংলাদেশকে। এ জন্য প্রধান উপদেষ্টার এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চীনের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বিশেষত চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

বড় উন্নয়ন সহযোগিও। এ জন্য এখন সহযোগিতার নতুন খাত খোঁজা হচ্ছে।’

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025