আ.লীগের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দিলেন জেলা প্রশাসক

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবনের নাম ‘আলহাজ মো. শাহাব উদ্দিন ভবন’। কলেজ ভবনে আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নাম থাকায় কর্তৃপক্ষকে নাম মুছে ফেলার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন।

মঙ্গলবার (২৫ মার্চ) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজ ভবনে শাহাব উদ্দিন থাকায় মুছে ফেলার নির্দেশ দেন জেলা প্রশাসক।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় কলেজ পরিদর্শনকালে একাডেমিক ভবনে সাবেক মন্ত্রীর নাম জেলা প্রশাসকের নজরে আসে। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নাম মুছে ফেলার জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ভবন থেকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার জন্য দ্রুত সময়ের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগর-আতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।

এসএম/টিএ

Share this news on: