সারজিসের শোডাউন নিয়ে এবার প্রশ্ন তুললেন পিনাকি!

সারজিসের শতাধিক গাড়ির শোডাউন নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অনলাইন এক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি নিজের এলাকায় শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করে ব্যপক সমালচনার মুখে পড়েন সারজিস। যা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। বলেন, আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে আপনি আসলে রাজনীতিতে কাকে রিপ্রেজেন্ট করছেন।
 
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে তিনি লেখেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। তবে, আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে। বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ী নাই। আমি যদি রাজনীতিতে গাড়ী শো অফ করি, তাহলে আমি সেই ৫% এর প্রতিনিধি। আমি সেই ৫% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করবো? এমন প্রশ্নও তোলেন তিনি। 

তিনি আরও লেখেন, হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করবো। আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমুলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি। লড়াইকে অভিবাদন করেনি। 

পিনাকি বলেন, লড়াইকে অভিবাদন করেছিলো এক রিক্সাওয়ালা। রিক্সায় দাঁড়িয়ে স্যালুট করেছিলো। সারা দেশ আপ্লুত হয়েছিলো সেই ছবি দেখে। আমি সার্জিস হলে ওই রিক্সাওয়ালাকে নিয়ে শো ডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিক্সায় দাড় করিয়ে আমি নিজে রিক্সাটা চালাতাম। আহা কী কাব্যিক মহাপ্রবেশ হতো সার্জিসের রাজনীতিতে। 

সম্প্রতি এ প্রসঙ্গে সমালোচনার মুখে পরলে তার জবাব দেন সারজিস আলম। তার পরিবারের এ ধরনের অর্থ খরচ করার সামর্থ আছে বলে সেখানে উল্লেখ করেন এনসিপি নেতা সারজিস আলম।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে Mar 29, 2025
img
মায়ানমারে রাস্তা ফুঁড়ে জলের মতো বেরোচ্ছে তরল মাটি Mar 29, 2025
img
ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম Mar 29, 2025
জেলা প্রশাসক বাংলোয় মিলল মাটিতে পুঁ'তে রাখা ব্যালট Mar 29, 2025
‘ইয়েল বিশ্ব ফেলো’ পেলেন ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান Mar 29, 2025
চীনকে অনুসরন করেই দারিদ্র্য বিমোচন করতে চায় বাংলাদেশ Mar 29, 2025
img
বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা Mar 29, 2025
শ্রেয়সের বিরুদ্ধে কোটি টাকার প্র'তা'র'ণার অভিযোগ Mar 29, 2025
জীবনের নতুন উপলব্ধি তামিমের Mar 29, 2025
img
জাতীয় ক্রিকেট দলের কোচের তালিকায় হিটলিস্টে আছেন যারা Mar 29, 2025