স্বাধীনতা দিবসে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুর

ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।


বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো শুরু হয়। এসময় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করে। কিন্তু মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজানো অব্যাহত রাখেন। এসময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে। এসময় তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হন।

এ বিষয়ে দেশ মাইক সার্ভিসের মালিক ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকায় আমার দোকান থেকে একটি মাইক সেট ভাড়া নেন। ওই মাইক মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যান। শুনেছি ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের নিষেধ অমান্য করে ভাষণ বাজানো অব্যাহত রাখলে লোকজন আমার মাইক সেট ভেঙে দিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন বলেন, হামলা বা মারধরের ঘটনা জানা নেই। মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর মাইক ভাড়া নেওয়ার ব্যাপারেও আমাকে কিছু জানায়নি। ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা কেউ ঘটাতে পারে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর জানা নেই। সকালেও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিনসহ মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করেছি। এ ধরণের কোনো ঘটনা ঘটেছে কিনা খোঁজখবর নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে Mar 29, 2025
img
মায়ানমারে রাস্তা ফুঁড়ে জলের মতো বেরোচ্ছে তরল মাটি Mar 29, 2025
img
ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম Mar 29, 2025
জেলা প্রশাসক বাংলোয় মিলল মাটিতে পুঁ'তে রাখা ব্যালট Mar 29, 2025
‘ইয়েল বিশ্ব ফেলো’ পেলেন ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান Mar 29, 2025
চীনকে অনুসরন করেই দারিদ্র্য বিমোচন করতে চায় বাংলাদেশ Mar 29, 2025
img
বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা Mar 29, 2025
শ্রেয়সের বিরুদ্ধে কোটি টাকার প্র'তা'র'ণার অভিযোগ Mar 29, 2025
জীবনের নতুন উপলব্ধি তামিমের Mar 29, 2025
img
জাতীয় ক্রিকেট দলের কোচের তালিকায় হিটলিস্টে আছেন যারা Mar 29, 2025