রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৯) এবং একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুজন একটি মোটরসাইকেলে করে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন। পথে তারা বেলপুকুর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। তবে পঞ্চগড় থেকে রাজশাহীতে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আসার করণে বেলপুকুর রেলক্রসিংয়ে আগে থেকে ডাউন (গেট) নামিয়ে রাখে গেটম্যান। গেট নামানো অবস্থায় তারা দুজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পার হতে গেলে বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ইফতারের আগ মুহূর্তে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। ঈশ্বরদী থেকে পুলিশ সদস্যরা রাজশাহীতে রওনা হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এসএস/এসএন

Share this news on: