আজিমপুরে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে লালবাগ থানার আজিমপুর এলাকা থেকে বেনজির আহমেদ রোজ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুন্সী আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গতকাল বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোজের মামা ফেরদৌস আলম সায়েম জানান, আমার ভাগ্নির ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পরীক্ষা দেওয়ার কথা ছিল। এরমধ্যে গত মাসে সে নিজের পছন্দে বিয়ে করে। পারিবারিক কলহের জেরে গত তিন দিন আগে সে নিজের বাড়িতে ফিরে আসে।

তিনি বলেন, গত রাতের কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে সে। পরে বিষয়টি আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাগ্নি আর বেঁচে নেই।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন বলেন, আমরা খবর পেয়ে একটি বাড়ির সাততলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ওই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই শিক্ষার্থী এক মাস আগে নিজের পছন্দে এক ছেলেকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তাই সে কয়েকদিন আগে নিজেদের আজিমপুরের মায়ের বাসায় চলে আসে। গত রাতে সে সবার অগোচরে নিজের রুমে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরএ/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
নিষেধাজ্ঞার পরও একই অপরাধে জরিমানা গুনলেন হার্দিক Mar 30, 2025
img
বাংলাদেশ দলে খেলে কত টাকা পেয়েছেন হামজা Mar 30, 2025
img
গত দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মানুষ Mar 30, 2025
img
ঢাকা উত্তরে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত বাণিজ্যমেলার মাঠ Mar 30, 2025
img
ভারতে পারমাণবিক চুল্লি তৈরির অনুমোদন দিলেন ট্রাম্প প্রশাসন Mar 30, 2025
img
তিস্তা প্রকল্প নিয়ে চীনের দিকে ঝুঁকছেন ইউনূস Mar 30, 2025
যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা Mar 30, 2025
ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ালেন কাউন্টার ম্যানেজার Mar 30, 2025
১৫ বছর পর ক্ষমতা হারানো আ. লীগ নেতাকর্মীদের ঈদ কেমন কাটবে? Mar 30, 2025
লন্ডনের কিংসমিডো ঈদগাহ মাঠে নামাজ আদায় করছেন তারেক রহমান Mar 30, 2025